চতুরঙ্গের অশ্বারোহী মূলত বিষ-নিঃশ্বাসে আচ্ছন্ন এক পাতালপুরীর গল্প। এখানে ঝাঁ চকচকে বর্তমানের আড়ালে, যাপিত হয় পরাক্রম আর নিয়ন্ত্রণের জীবন। নিকষ অন্ধকারেই রচিত হয় শঠতা, ধূর্ততা আর অমানবিকতার নতুন নতুন অধ্যায়। স্বার্থের দানে আর পাল্টা দানে চলতে থাকে চতুরঙ্গের খেলা। শতরঁচের সাদা – কালো ঘরে আটকে পড়ে জীবন ও মনন, প্রত্যাবর্তনের পথ হারিয়ে যায়। নিয়ম ভাঙার এ খেলায় গন্তব্য শুধুই জিত, বাকি সবই মরীচিকা।