অমর একুশে গ্রন্থমেলা ২০২১ উপলক্ষে যৌথ কাব্যগ্রন্থ ‘আমার আকাশে এখনো আঁধার’ কাব্যগ্রন্থটি নবীন ও প্রবীণ কবিদের সমন্বয়ে প্রকাশিত হয়েছে। নবীন ও প্রবীণ সম্ভাবনাময় লেখকদের সৃষ্টিশীলতাকে উৎসাহিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য। একজন কবি তার স্ব-দৃষ্টিভঙ্গির দর্শনীয় মাধ্যম হিসেবে নিজেদের কে অন্যের চোখে ফুটিয়ে তোলার চেষ্টা করেন তার কবিতার মাঝে। বর্তমান সমাজের পারিপার্শ্বিক বিভিন্ন দিক কবিতার মাধ্যম দ্বারা প্রকাশ করতে চেষ্টা করেন। একজন কবির মূল লক্ষ্য কবিতায় নতুন নতুন প্রাণ সৃষ্টির সঞ্চার করা। আশা রাখি ‘আমার আকাশে এখনো আঁধার’ কাব্যগ্রন্থটি পাঠকদের মনের সর্বোচ্চ স্থান দখল করতে সক্ষম হবে। আমি একজন সম্পাদকের দৃষ্টিভঙ্গি থেকে বলব, কবিতাই হোক ভালোবাসা ও প্রতিবাদের একমাত্র মাধ্যম।
পরিশেষে, সম্মানিত পাঠকদের উদ্দেশ্যে একটি কথা না বললেই নয়, গ্রন্থটিতে অনিচ্ছাকৃত ও মুদ্রণ জনিত কারণে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল ।