নতুন প্রজন্মকে সর্বাধুনিক তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার জন্য সহজবোধ্য ও গল্পাকারে আকর্ষনীয় করে উপস্থাপিত এই বইটিতে গল্পাকারে তথ্য প্রযুক্তির নানা বিষয়কে সুখপাঠ্য করে শিশু—কিশোরদের বোধগম্য ভাষায় উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আশা করছি এর মাধ্যমে তারা ডিজিটাল বিশ্বের নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হবে। প্রযুক্তিভীতি কাটিয়ে হয়ে ওঠবে প্রযুক্তিপ্রেমী। ডিজিটাল ডিভাইসের অপব্যবহার না করে প্রযুক্তিকে ছড়িয়ে দিবে জীবনের সর্বস্তরে, সকল মহলের দোরগোড়ায়।