দেহের মধ্যে লুকায়িত ৬টি আগুনের মধ্যে ‘মদ’ বা অহংকার হলো অন্যতম প্রধান স্ফুলিঙ্গ। যা একবার জ্বলে উঠলে বা নিয়ন্ত্রণ হারালে পুরা মানব গাড়ীটাকে পুড়িয়ে বা ধ্বংস করে ছাড়ে। তাই অহংকার কেবল একটি ব্যাধিমাত্রই নয়; বরং এ হচ্ছে ‘উম্মুল আমরায’ সর্বব্যাধির শিকড়। এই ব্যাধি যখন কারও মাঝে বিস্তার লাভ করে তখন তার কলব ও রুহ অকেজো হয়ে পড়ে। তার রুহানিয়াত পারে না শয়তানিয়াতকে প্রতিরোধ করতে। অহংকার রুহ কলবের অন্যায়-প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। আলোচ্য গ্রন্থে অহংকারের নিদর্শন, কুরআনে উল্লিখিত অহংকারী, মানুষ কেন অহংকার করে? আত্মবিশ্বাসের মাত্রা, অহংকারীর শাস্তি ও অহংকারের চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।