জীবনের প্রায় দুই-তৃতীয়াংশ সময় আমি ছাত্র ও শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছি। জীবন সায়াহ্নে এসে এই বিশ্ববিদ্যালয়ের জন্ম শতবার্ষিকী দেখতে পারব বলে বিশ্বাসী হয়েই তা নিয়ে কিছু লিখে প্রকাশের তাড়না বোধ করছি। সে তাড়না থেকেই এই গ্রন্থের উৎপত্তি ।
পুরো বইটিতে ৭টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ পরিচিতি ও শতবর্ষে তাকে নিয়ে কিছু প্রত্যাশার বহিঃপ্রকাশ। দ্বিতীয় অধ্যায়ে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাণভোমরা কয়েকজন উপাচার্যের কীর্তিগাথা; তাদের কারণে ও সুযোগ্য শিক্ষকদের অবদানে তৈরি হয়েছে বা হচ্ছে কীর্তিমান শিক্ষার্থী। তৃতীয় অধ্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কীর্তিময়ী শিক্ষার্থী শেখ হাসিনা এবং নির্লোভ এক শিক্ষার্থী ড. এম. এ ওয়াজেদ মিয়াকে নিয়ে আলোচনা করা হয়েছে।
এরপর তিনটি অনুষদের তিনজন খ্যাতনামা ডীনের কথা তুলে ধরা হয়েছে যার যৌক্তিকতা পাঠক নিশ্চয়ই খুঁজে পাবেন। তুলে ধরা হয়েছে তিনজন বিশিষ্ট শিক্ষকের কথা যারা বিশ্ববিদ্যালয়ের মুখোজ্জ্বলে ভূমিকা রেখেছেন।