উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রা) আমাদের নবীজীর (স) এর সবচেয়ে কনিষ্ঠ স্ত্রী। হযরত মা আয়শা (রা) ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দীক (রা) এর কন্যা। উত্তম ও অনুপম আদর্শের অনুসারী ছিলেন মা আয়শা (রা)। আয়শা (রা) নবীজী (স) থেকে ২২১০ টি হাদীস বর্ণনা করেন। উম্মুল মুমিনীন হযরত মা আয়শা (রা) এর জীবনী পাঠ করা প্রত্যেকের জন্য তথা বিশেষ করে মুসলিম নারীদের জন্য একান্ত কর্তব্য।