জার্মানির পাহাড়ে জন্ম, মৃত্যু কৃষ্ণসাগরে, মাঝখানে ৯টি দেশের ২,৮৫০ কিলোমিটার পথ, এক দীর্ঘ ভ্রমণ। পথে পথে জন্ম দিয়ে চলেছে নানান সভ্যতা। হ্যাঁ, ইউরোপের এই অভিজাত নদীর নাম দানিয়ুব। দানিয়ুব সবচেয়ে সমৃদ্ধ এবং সুন্দর হয়ে উঠেছে হাঙ্গেরির বুদাপেস্টে। দুই পাড়ের অস্ট্রো-হাঙ্গেরিয়ান সভ্যতার গভীরে মাইল মাইল পথ হাঁটছেন লেখক, দেখছেন সভ্যতা, সংস্কৃতি, আধুনিক জীবন, উত্তাপ ও উষ্ণতা। ভূগোল ভ্রমণ করতে করতে লেখক ঢুকে পড়েন ইতিহাসে, প্রত্যক্ষ করেন প্রথম মহাযুদ্ধোত্তর অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের পতন। প্রথম মহাযুদ্ধকালীন সময়ের বস্তুবাদী কবি এন্দ্রে এডি’র সাথে বের হন কান্ট্রি-সাইড ভ্রমণে, পথে পথে দেখেন বিচিত্র ঘটনা। সেইসব ঘটনার গভীরে ফুটে আছে শুভ্র মখমলের মতো মোলায়েম এইডেল্ভাইজ ফুলেরা। ইউরোপের ভূগোল থেকে, ইতিহাসের গভীর থেকে এইডেল্ভাইজ ফুলের সৌন্দর্য তুলে এনে ছড়িয়ে দিয়েছেন এই গ্রন্থের পাতায় পাতায়। সুখপাঠ্য এক ভ্রমণ উপাখ্যান ‘এইডেল্ভাইজ’।