হযরত মুহাম্মাদ (সা.)-এর অমীয় বাণী দ্বারা রচিত হয়েছে বহু হাদিসের কিতাব। তন্মধ্যে অন্যতম হলো জামে তিরমিযী। আল্লামা আব্দুর রশীদ নু’মানী রহ. তার কিতাব ‘ইমাম ইবনে মাজাহ আওর ইলমে হাদিস’ গ্রন্থে লিখেন- সিহাসিত্তাহর মধ্যে জামে তিরমিযী কিতাবটি বিশুদ্ধতার দিক দিয়ে বুখারীর অনুরূপ, আর বিন্যাস পদ্ধতির ক্ষেত্রে সহীহ মুসলিম ও আহকাম সম্বলিত হাদিস উল্লেখ করার ক্ষেত্রে সুনানে আবু দাউদের অনুরূপ। আল্লামা তক্বী উসমানী দা. বা. কর্তৃক রচিত দরসে তিরমিযী আমাদের জন্য এমন অমূল্য রত্ন; যা বলার অপেক্ষা রাখে না। তবে তা উর্দূ ভাষায় হওয়ায় তার অনুবাদ সাধারণ মহলের জন্য প্রয়োজন ছিল। অবশ্য তাতে মূল হাদিস ও তার অনুবাদ না থাকায় আমরা তা সংযোগ করেছি। সাথে সাথে উক্ত কিতাবকে তাহকীক, তাশরীহ ও তাখরীজ দিয়ে সাজিয়ে তুলেছি। আশা করি তালেবে ইলম এতে বিরাট খোরাক পাবে।দরসে তিরমিযীর ৮ম খণ্ডের মধ্যে অধ্যায় সমূহ হলো -(কুরআনুল কারীমের তাফসির বাকি অংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত দোয়াসমূহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবিগণের মর্যাদা)