২১ শে ফেব্রুয়ারি। এই দিনটি আমাদের জাতীয় জীবনে একটি ঐতিহাসিক দিন। ১৯৫২ সালের এই দিনটিতে সালাম, রফিক,জব্বরসহ আরো অনেকে বুকের রক্ত ঢেলে, প্রান বিসর্জন দিয়ে আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা রূপে প্রতিষ্ঠিত করার পথ উজ্জল থেকে উজ্জলতর করে তুলেছেন। আমরা তাদের কথা ভুলিনি। আমাদের প্রতিদিনের জীবনায়নে তাদের উজ্জল উপস্থিতি আমাদের বারবার স্বরণ করিয়ে দেয় তাঁদের মুখ, তাদের অবিস্মরনীয় মহিমান্বিত আত্মত্যগের কথা।
বায়ান্নের সেই দিনের কথা এক স্মৃতিময় ইতিহাস।
মহান সেই দিনটিকে আমরা প্রতিবছর স্মরণ করি গাঢ় মমতায়।