কৈশোর জীবনে তো বটেই এই ষাটোর্ধ বয়সেও জড়িয়ে আছি শিশু-কিশোর ও যুবকদের নানা সংগঠন, নানা কর্মকান্ডের সাথে। তাদের শারীরিক অসুস্থতা, মানসিক বিকাশ আর চিত্তবিনোদনের জন্য সংগঠিত নানা কর্মসূচিতে যুক্ত ছিলাম। এখনো আছি। এদেশের শিশু-কিশোর ও যুবকদের অমিত সম্ভাবনা, অসাধারণ কর্মদক্ষতা আর সৃজনশীলতায় অভিভূত হয়েছি বারবার। যখনই কিছু করার জন্য একটা সুযোগ বা একটা মঞ্চ পেয়েছে নিজেদের কাজ আর উপস্থাপনা দিয়ে তাক লাগিয়ে দিয়েছে ওরা। তাৎক্ষণিক চ্যালেঞ্জ গ্রহণ করে এমন সাবলীল উপস্থাপনা তুলে ধরেছে যে, রীতিমতো বিস্মিত হয়েছি।
এসব অনবদ্য উপস্থাপনার একটা বড় মঞ্চ শিশু-কিশোর ও যুব ক্যাম্প। ক্যাম্প শব্দের সাধারণ অর্থ অস্থায়ীভাবে বসবাসের একটি স্থান; যেখানে কুঁড়েঘর, তাঁবু বা অন্যান্য কাঠামোতে সৈনিক, উদ্বাস্তু, পর্যটক বা অন্যান্যদের থাকার ব্যবস্থা করা হয়। অর্থ্যাৎ ক্যাম্প হতে হলে নিদেনপক্ষে অস্থায়ী বসবাসের একটা জায়গা থাকতেই হবে। এমনকি তা হতে পারে কোনো পার্ক বা অবকাশ যাপন কেন্দ্রে, ঘরে বা তাঁবুতে অবস্থান। ক্যাম্প প্রশিক্ষণেরও জায়গা। শীতকালীন মহড়ার জন্য সেনা-সদস্যদের ক্যাম্প বহুল পরিচিত। ক্যাম্পের একটা সাধারণ বৈশিষ্ট্য চেনা পরিসরের বা শহরের বাইরে দূরে কোথাও কোনো তাঁবু বা অস্থায়ী কাঠামোতে একত্র অবস্থান। গার্হস্থ্য জীবনের বিপরীতে একটি সামাজিক জীবন। ক্যাম্পকে আটপৌরে জীবনের বাইরে একটি পরিশীলিত সৃজনশীলতা ও আনন্দময় জীবনাচারের আয়োজন হিসেবেও দেখা হয়।