সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবেদ খান আমার অতি প্রিয় মানুষদের মধ্যে একজন। পাঁচ দশকের সম্পর্ক আমাদের। ষাট দশকে আবেদ খান যখন সাংবাদিকতার পাশাপাশি প্রগতিশীল ও গণমুখী শ্রমিক আন্দোলনে যুক্ত, তখন থেকেই তাঁর সঙ্গে আমার সখ্যতা। আবেদের ক্ষুরধার রচনাশৈলী ও নিরবিচ্ছিন্ন সত্য কথনের আমি একজন ভক্ত।
আবেদ খান সংবাদপত্রে ৩২ বছর চাকুরি করেছেন সাংবাদিক হিসেবে। এরপর ১৯৯৪ সাল থেকে তিনি কলামযোদ্ধা হিসেবে আবির্ভূত হয়েছেন সংবাদপত্রের পাঠকের কাছে। পাঠকের চিত্তকে আবেদ কানায় কানায় পূর্ণ করেছেন। দেশের রাজনীতি, অর্থনীতি, গণতন্ত্র, মূল্যবোধ, জবাবদিহিতা, অনিয়ম, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও ষড়যন্ত্রের কথা অকপটে তিনি প্রকাশ করেছেন । মত প্রকাশের স্বাধীনতা আবেদ খানের সাংবাদিকতা জীবনের অন্যতম অস্ত্র। পাঁচ দশকের ঋদ্ধ সাংবাদিকতার জীবনে তিনি সত্য প্রকাশে কখনও পিছপা হননি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে এবং এসব ঘটনার বিশ্লেষণ করে সঠিক তথ্য পরিবেশন করে আবেদ খান আমাদের নানাভাবে ইতিহাসে অনুচ্চারিত সত্যের সন্ধান দিয়েছেন। তাঁর কাজের মধ্যে নিখাদ সত্য উচ্চারিত হয়েছে অবধারিতভাবেই। মুক্ত সাংবাদিকতা আবেদকে মননমুখর ও পাঠকপ্রিয় করেছে।