আহমদ ছফার অন্দর মহল বইটি যখন প্রকাশিত হয়, তখন আমি ছাব্বিশ পার হয়েছি। গ্রন্থটি আমার অল্প বয়সে প্রকাশিত হলেও তাতে কিছু অপরিপক্কতা থাকলেও বেশ সুনাম অর্জন করে।গ্রন্থটি ফুরিয়ে যাবার অনেক বছর পর 2020 সালের বই মেলায় আবার প্রকাশিত হয়। সম্প্রতি হাওলাদার প্রকাশনীর স্বত্বাধিকারী মো: মাকসুদ গ্রন্থটি প্রকাশ করেন।বা্ঙ্গালী, মুসলমানের মন যে এখনো আদিম অবস্থায় তা বাঙ্গালীি হওয়ার জন্য নয় এবং মুসলমান হওয়ার জন্যও নয়। সুদীর্ঘকাল ব্যাপী একটি ঐতিহাসিক পদ্ধতির দরুন তার মনের উপর একটি গাঢ় মায়াজাল বিস্তৃত হয়েছে সঙ্গানেন তার বাইরে সে আসতে পারে না। তােই এক পা যদি এগিয়ে আসে, তিন পা পিছিয়ে যেতে হয়। মানসিক ভিতি এই সমাজকে চালিয়ে থাকে।