প্রশংসা ও যত গুনগান সব মহান আল্লাহর জন্য । কারন তিনি আমাদের বুদ্ধি ও যোগ্যতা দিয়েছেন বলেই আমরা আজ বরতে পারছি, লিখতে পারছি। সেজন্য আবার মহান আল্লাহর কাছে নতজানু হয়ে শোকর আদায় করছি। আমাদের সব যোগ্যতা, দক্ষতা ও বুদ্ধিমত্তা তখনই সফল হবে যখন আমরা আল্লাহর একজন খাঁটি বান্দা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবো।