রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তা’আলা বলেন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে, আমাকে সে তেমনই পাবে। সে যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে অবস্থান করি। যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, আমিও আমার মনের মধ্যে তাকে স্মরণ করি। আর যদি সে কোনো সমাবেশে আমাকে স্মরণ করে, তাহলে আমি তাকে এর চেয়ে উত্তম সমাবেশে স্মরণ করি। আর সে যদি আমার দিকে অর্ধহাত এগিয়ে আসে, আমি এগিয়ে আসি তার দিকে এক হাত। আর সে এক হাত এগিয়ে এলে, আমি তার দিকে দু’হাত এগিয়ে আসি। সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। সহীহ বুখারী- ৮/১৭১
আব্দুল্লাহ ইবনে বুশর (রা.) থেকে বর্ণিত। এক ব্যক্তি নিবেদন করল, হে আল্লাহর রাসূল (সা.)! ইসলামের বিধি-বিধান আমার জন্য বেশি হয়ে গেছে, কাজেই আপনি আমাকে এমন একটি বিষয়ের সংবাদ প্রদান করুন, যা আমি দৃঢ়ভাবে আঁকড়ে ধরব। রাসূল (সা.) জবাবে বললেন, “তোমার জিহ্বা যেন সর্বক্ষণ আল্লাহর যিকিরে সিক্ত থাকে।
তিরমিযী- ৫/৪৫৮, ইবনে মাজাহ- ২/১২৪৮