জানে আলম শুদ্ধ চিন্তার কবি হিসেবে বাংলা সাহিত্যে পরিচিতি লাভ করেছেন। মহৎ সাহিত্য রচনায় তিনি ব্রতী। সাহিত্যকে নিছক ছেলেখেলা হিসেবে নেননি তিনি। মানবিক মূলবোধ প্রতিষ্ঠা করতে তিনি সাহিত্যে আছেন। হাস্সান বিন সাবিতের মতো অসত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তার কলম বর্শার তীক্ষ্ণ ফলার মতো। ‘ছড়া শুধু কথা ছড়ায়’, ছড়াগ্রন্থেও তিনি অকপটে অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে উচ্চারণ করেছেন ছন্দময় প্রতিবাদ।
আশাকরি, ছড়ার বইটি পাঠক মহলে সমাদৃত হবে এবং কবির সাহসী উচ্চারণের জন্য বইটি বাংলা সাহিত্যে অনন্য সংযোজন হিসেবে থাকবে।