লেখক যদি হতে চাও

৳ 450.00

লেখক হাসান রাউফুন
প্রকাশক কারুবাক
আইএসবিএন
(ISBN)
9789849301301
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ২৮৮
সংস্কার 1st Published, 2021
দেশ বাংলাদেশ

প্রতিটি মানুষের মধ্যে লেখকসত্তা বাস করে। কোনো কিছু দেখলে তার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। কৌতূহল থেকে একধরনের ভাব সৃষ্টি হয়। ভাবুক মানুষটি তখন সাধারণ থেকে বিশেষ মানুষে রূপন্তরিত হতে থাকে। প্রথমত ভাব পুঁজি করে কিছু লিখতে চেষ্টা করে। একপর্যায়ে সচেতনভাবে পাঠ্যবইয়ের পাশাপাশি বিশেষ বিশেষ বই পড়তে থাকে, অভিজ্ঞতা বাড়তে থাকে, লিখতে থাকে, নিজের কথাই লিখতে থাকে। এভাবে পড়তে পড়তে, লিখতে লিখতে লেখক হয়ে যায়। লেখার ভাব কিন্তু কিশোরবেলা থেকেই শুরু হয়। তাই তো রবীন্দ্রনাথ, নজরুলসহ বাংলার বেশির ভাগ খ্যাতিমান লেখক কিশোরবেলা থেকেই লেখালেখি শুরু করেন। আমরাও তাই করছি। এই বয়সেই কৌত‚হল বাড়তে থাকে। কৌত‚হলই ভাবের প্রথম পর্যায়। ছোটদের জন্য এবারের বিশেষ রচনা হলো ‘লেখক যদি হতে চাও’। প্রস্তুতি নিয়ে কি লেখক হওয়া যায়Ñ প্রশ্ন থাকে। তবে অগ্রগণ্য লেখকের মূল্যবান বাণী আমাদের সাহিত্যের আলোবর্তিকা হতে পারে, কাণ্ডারি হতে পারে। খ্যাতিমান লেখকগণ লেখক হওয়ার জন্য কিছু পরামর্শ দিয়ে গিয়েছেন এবং এখনও অগ্রগণ্য লেখকগণ দিয়ে যাচ্ছেন তাদের অভিজ্ঞতা থেকে। এটি আমাদের জন্য পরম প্রাপ্তি। উপদেশগুলো একত্র করে সবার সমানে আনতে পারছি, এটি আমার জন্যও বড় ভালো লাগার জায়গা। এছাড়াও এখানে আরো কিছু বিষয় যুক্ত করেছি, যা সবাইকে ঋদ্ধ করবে। ‘লেখক যদি হতে চাও’ তাহলে কী করতে হবে। খ্যাতিমান লেখকগণ পড়ার প্রতি জোর দিয়েছেন। পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে জানতে বলেছেন। কেউ লেগে থাকতে বলেছেন। কারো অনুসরণ-অনুকরণ না করার কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি। গ্রন্থটির নামকরণ করেছেন খ্যাতিমান শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম এবং গ্রন্থটি রচনা করতে উদ্বুদ্ধ করেছেন লেখক প্রকাশক মঈন মুরসালিন। মঈন মুরসালিন সম্পাদিত ‘কানামাছি’ শিশুপত্রিকার জন্যই রচিত এবং প্রকাশ শুরু হয়েছিল। তবে গ্রন্থ হিসেবে প্রকাশিত হলে সবার কাজে লাগবে, এই ভেবেই গ্রন্থ প্রকাশের তাগিদ অনুভব করলাম। প্রকাশের ক্ষেত্রে এগিয়ে এসেছেন, কারুবাক প্রকাশনার স্বত্বাধিকারী বন্ধু প্রকাশক গোলাম কিবরিয়া, তার নিকট কৃতজ্ঞ। প্রতিটি মানুষের মধ্যে লেখকসত্তা বাস করে। কোনো কিছু দেখলে তার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। কৌতূহল থেকে একধরনের ভাব সৃষ্টি হয়। ভাবুক মানুষটি তখন সাধারণ থেকে বিশেষ মানুষে রূপন্তরিত হতে থাকে। প্রথমত ভাব পুঁজি করে কিছু লিখতে চেষ্টা করে। একপর্যায়ে সচেতনভাবে পাঠ্যবইয়ের পাশাপাশি বিশেষ বিশেষ বই পড়তে থাকে, অভিজ্ঞতা বাড়তে থাকে, লিখতে থাকে, নিজের কথাই লিখতে থাকে। এভাবে পড়তে পড়তে, লিখতে লিখতে লেখক হয়ে যায়। লেখার ভাব কিন্তু কিশোরবেলা থেকেই শুরু হয়। তাই তো রবীন্দ্রনাথ, নজরুলসহ বাংলার বেশির ভাগ খ্যাতিমান লেখক কিশোরবেলা থেকেই লেখালেখি শুরু করেন। আমরাও তাই করছি। এই বয়সেই কৌত‚হল বাড়তে থাকে। কৌত‚হলই ভাবের প্রথম পর্যায়। ছোটদের জন্য এবারের বিশেষ রচনা হলো ‘লেখক যদি হতে চাও’। প্রস্তুতি নিয়ে কি লেখক হওয়া যায়Ñ প্রশ্ন থাকে। তবে অগ্রগণ্য লেখকের মূল্যবান বাণী আমাদের সাহিত্যের আলোবর্তিকা হতে পারে, কাণ্ডারি হতে পারে। খ্যাতিমান লেখকগণ লেখক হওয়ার জন্য কিছু পরামর্শ দিয়ে গিয়েছেন এবং এখনও অগ্রগণ্য লেখকগণ দিয়ে যাচ্ছেন তাদের অভিজ্ঞতা থেকে। এটি আমাদের জন্য পরম প্রাপ্তি। উপদেশগুলো একত্র করে সবার সমানে আনতে পারছি, এটি আমার জন্যও বড় ভালো লাগার জায়গা। এছাড়াও এখানে আরো কিছু বিষয় যুক্ত করেছি, যা সবাইকে ঋদ্ধ করবে। ‘লেখক যদি হতে চাও’ তাহলে কী করতে হবে। খ্যাতিমান লেখকগণ পড়ার প্রতি জোর দিয়েছেন। পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে জানতে বলেছেন। কেউ লেগে থাকতে বলেছেন। কারো অনুসরণ-অনুকরণ না করার কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি। গ্রন্থটির নামকরণ করেছেন খ্যাতিমান শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম এবং গ্রন্থটি রচনা করতে উদ্বুদ্ধ করেছেন লেখক প্রকাশক মঈন মুরসালিন। মঈন মুরসালিন সম্পাদিত ‘কানামাছি’ শিশুপত্রিকার জন্যই রচিত এবং প্রকাশ শুরু হয়েছিল। তবে গ্রন্থ হিসেবে প্রকাশিত হলে সবার কাজে লাগবে, এই ভেবেই গ্রন্থ প্রকাশের তাগিদ অনুভব করলাম। প্রকাশের ক্ষেত্রে এগিয়ে এসেছেন, কারুবাক প্রকাশনার স্বত্বাধিকারী বন্ধু প্রকাশক গোলাম কিবরিয়া, তার নিকট কৃতজ্ঞ।

জন্ম : ২২ সেপ্টেম্বর ১৯৭০, কুষ্টিয়ার সেনগাঁ’য়। দাদা মুক্তিযোদ্ধা কফিলউদদিন বিশ্বাস ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান এবং সেনগাঁ’র শিক্ষা ও গ্রামউন্নয়নের পথিকৃৎ। বাবা মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরি।স্টামফোর্ড ইউনিভারসিটি থেকে ফিল্ম এন্ড মিডিয়া বিষয়ে মাস্টার্স। জেনারেল ইংলিশ ও আইএলটিএস সম্পন্ন করেন জেনিথ ইন্টারন্যাশনাল, বাংলাদেশ থেকে।

দুই কন্যা সামিহা আফনান মাটি ও সামারা জাফরিন নাবা এবং গিন্নি ফারজানা ইয়াসমিনকে নিয়ে সিদ্ধেশ্বরী লেনে তাঁর বসবাস।

প্রকাশিত গ্রন্থ :
চেনা পৃথিবী অচেনা মানুষ (সিদ্দিকীয়া পাবলিকেশন্স, ২০০৮), ঘুমজাগানো পাখি (সিদ্দিকীয়া পাবলিকেশন্স, ২০০৯), একবিংশের বানান (জ্যোতিপ্রকাশ, ২০১০), চলচ্চিত্র শিক্ষা (জ্যোতিপ্রকাশ, ২০১০), কিশোর ছড়াকবিতার রূপ-অরূপ (উৎস প্রকাশন, ২০১০), ভিজবে ছোটন ছড়ায় (প্রতিভা প্রকাশ, ২০১২), ছন্দ শেখার কলাকৌশল (বাংলাপ্রকাশ, ২০১২), টিভিনাটক নির্মাণের কলাকৌশল (প্রজ¦লন, ২০১২), কৃষ্ণচূড়া ভালোবাসা (অনুবাদ কাব্য, প-­াটফর্ম, ২০১২), ভূতপাখি (বশিরুজ্জামান বশির ফাউন্ডেশন, ২০১৩), ঢ ওয়াল (বশিরুজ্জামান বশির ফাউন্ডেশন, ২০১৩), শ্রেষ্ঠ মনোদৈহিক গল্প (চমনপ্রকাশ, ২০১৩), ছড়াকবিতার অলংকার (সাহিত্যদেশ, ২০১৩), আবৃত্তি শেখার কলাকৌশল (স্বরবৃত্ত, ২০১৩), সমাপনী বাংলা ব্যাকরণ ও নির্মিতি (শিশুস্বর্গ, ২০১৩-১৫), ছড়ায় ছবিতে বাংলাদেশ (জাতীয় বিষয়ের পরিচিতিসহ বাংলা ও ইংরেজি, চমনপ্রকাশ, ২০১৪), ভাষাজ্যোতি (উচ্চমাধ্যমিক পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত, শিশুস্বর্গ, ২০১৪-১৫) ছড়াকবিতার ব্যাকরণ (অনন্যা, ২০১৫), চিত্রনাট্য রচনার কলাকৌশল (প্রতিভা প্রকাশ, ২০১৫) মাইএকাডেমি ওয়েববুক (২০১৪-১৫) : সমাপনী বাংলা, মাধ্যমিক বাংলা সাহিত্য (নবম-দশম), মাধ্যমিক বাংলা ব্যাকরণ (নবম-দশম), উচ্চমাধ্যমিক বাংলা সাহিত্য (একাদশ-দ্বাদশ), উচ্চমাধ্যমিক বাংলা ব্যাকরণ (একাদশ-দ্বাদশ), সৃজনশীল পাঠনির্দেশন : সাহিত্য (তুলনামূলকপাঠ)

চিত্রনির্মাণ :
মাতম (ডকুচিত্র, ২০০৫), ডন (ধারাবাহিক নাটক, ২০০৫), উৎস (টেলিছবি, ২০০৬), নীলাম্বরী (টেলিছবি, ২০০৮) চিত্রনাট্য : আমরা তিনজন, মুসাফির, না ফোটা ফুল, মা, পা, ক্ষুধা সম্পাদনা : ছড়ার আসর (২০০৫), ছাড়পত্র (২০১২) স্মারকগ্রন্থ, কবি আবুল হাসান শামসুদ্দিন (২০১৪)


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ