হেনরিক জোহান ইবসেন নরওয়ের স্কিয়েন শহরে ১৮২৮ সালে জন্মগ্রহন করেন। বাবার নাম নুড ইবসেন এবং মায়ের নাম মারকেন ইবসেন। তিনি এদের দ্বিতীয় সন্তান। ইবসেনরা পাঁচ ভাই এক বোন। ১৮৫৮ সালে তিনি সুসানা যোরেসনকে বিয়ে করেন। ১৮৫৯ সালে তাদের ছেলে সিগুর্তার জন্ম হয়। ১৮৪৯ সালে ইবসেন তার প্রথম নাটক ‘ক্যাটেলিন’ লেখেন। ১৮৮৯ সালে তিনি হেড্ডা গ্যাবলার নাটকটি লেখা শুরু করলেও, তিনি ১৬ নভেম্বর ১৮৯০ সালে নাটকটি লেখা শেষ করেন। এছাড়া তার উল্লেখযোগ্য নাটকগুলো হল- দ্য ওয়ারিয়র্স ব্যারো, দ্য ফিস্ট এ্যাট সোগোল, ওলাফ লিলক্যান্স, দ্য ভাইকিংস এ্যাট হেলজন্যান্ড, এমপারর এন্ড গ্যালিলিয়ান, এবং রেজিসারশোম। ১৯০০ সালের ১৫ মার্চ তাঁর প্রথম স্ট্রোক হয় এবং ১৯০৩ সালে তিনি হৃদরোগে দ্বিতীয়বার আক্রান্ত হন। চলতে ফিরতে অক্ষম হয়ে পড়েন। ১৯০৬ সালের ২৩ মে-তে ইবসেন ক্রিস্টিয়ানিয়াতে মৃত্যুবরণ করেন।