ছোটদের পত্রিকা কানামাছি, শুধু একটি ম্যাগাজিনই নয়। ছোটদের পড়ালেখার পাশাপাশি এটি একটি সাহিত্য চর্চার প্লাটফর্মও। আমরা সামর্থ্য অনুযায়ী সীমিত জায়গায় যথাসম্ভব লেখা প্রকাশের চেষ্টা করি। সবার লেখা প্রকাশ করার সামর্থ্য আমাদের নেই। তবুও সবার প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকেই ছোটদের উপযোগী লেখা দেননি তাই সেগুলোও প্রকাশ করতে পারিনি। আমরা চেষ্টা করছি প্রতিশ্রুতিশীল নবীন লেখকদের লেখা বেশি প্রকাশ করতে। কিন্তু লেখা প্রকাশিত হওয়ার পর যারা পত্রিকা সংগ্রহ করার প্রয়োজন বোধ করেন না, তারা আশা করি এখন থেকে সংগ্রহ করবেন। খ্যাতিমান লেখকদের লেখা প্রকাশের জায়গা অনেক আছে, তাই কানামাছি ছোটদের পত্রিকা শুধু নবীন লেখকদের নিয়ে থাকতে চায়। কেউ যদি কানামাছির সাথে সময় দিতে চান তারাও যোগাযোগ রাখবেন। ভালোবাসা নিবেন।