তারকাঁটা ভাঁজের কাহিনি বিকশিত হয়েছে একজন বীরাঙ্গনাকে কেন্দ্র করে। ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরাঙ্গনারা যে অংশ নেন এবং পাক সশস্ত্রবাহিনীর অত্যাচারের সম্মুখীন হন তা সমগ্র বিশ্ববাসীর অজানা নয়। নারী যে পুরুষের মতোই সাহসী ও যোদ্ধা এরকম একজন বীরাঙ্গনার গৌরবময় দিক নিয়ে রচিত তারকাঁটার ভাঁজে। এই নারী যোদ্ধা ও বীরাঙ্গনার সহযোদ্ধা দুজন পুরুষ। তাদের সহযোগিতায়ই সে পাকবাহিনীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়। নিজে যুদ্ধক্ষেত্রে বীরত্বের সঙ্গে সৈন্য পরিচালনা করে।
[সূত্র : দৈনিক জনকণ্ঠ, সেপ্টেম্ব^র ২৯, ২০১৭।]