হায়দ্রাবাদ শহরটি চারশ বছরের বেশি পুরনো, ১৫১১ সালে এর পত্তন করেন মোহাম্মদ কুলি কুতুবশাহ। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০০ ফুট উঁচুতে অবস্থিত শহরটি বহুকাল মুসলিম শাসনে ছিল। ছড়ানো ছিটানো পাহাড় আর নিরেট পাথরের নগরটির সৌন্দর্য কয়েকটি প্রাকৃতিক জলাশয়, ঈদের চেয়েও বড়ো বলে তাদের নাম ‘সাগর’। মুসি নদীর তীরে গড়ে ওঠা হায়দ্রাবাদ ভারতের চতুর্থ জনবহুল নগরী । কুতুব শাহের পরিবার প্রায় একশ বছর শাসন করার পরে মোগলরা হায়দ্রাবাদ সাম্রাজ্যটি দখল করে নেয়। ১৭২৪ সালে মোগলদের নিয়োজিত শাসনকর্তা আসিফ জামোগলদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজেকে স্বাধীন নবাব বলে ঘোষণা করেন এবং নিজ রাজবংশ সৃষ্টি করেন। এ রাজবংশই হায়দ্রাবাদের ‘নিজাম’ বলে খ্যাত। ব্রিটিশ শাসনামলে অন্ধ্র প্রদেশ, হায়দ্রাবাদ যার রাজধানী, ব্রিটিশদের কর প্রদানকারী রাজ্যশাসিত রাজ্য ছিল, ফলে পরবর্তী ১৫০ বছর ধরে নিজামরা এ অঞ্চলকে শাসন করেছে নির্বিঘ্নেই ।