বাঘের পাড়ায় জ্যোৎস্নারাতে বসে চাঁদের হাট<br. সুন্দরী সব বাঘের ঝিরা, সে-কি তাদের ঠাট, বাঘের বউয়ের লাঙ্গুল ধরে করে টানাটানি- বাঘের বউ না, বাঘের বউ না, সে যে বাঘের রানী। <br. বাঘের খালা-ফুফু যত ছিলো আশেপাশে জ্যোৎস্নারাতে তাদের সাথে হো হো করে হাসে।<br. হাসতে হাসতে গড়িয়ে পড়ে একে অন্যের গায় জ্যোৎস্নাজলে তখন সারা বন যে ভেসে যায়!<br. কেওড়াপাতায় জ্যোৎস্না নাচে, নাচে বাঘের মন হালুম বলে হাঁক মারে সে, কাঁপে গোটা বন।<br. হরিণেরা বাতাসেতে পেতে রাখে কান শোনে বাঘদের হাসাহাসি এবং তাদের গান।<br. বানরগুলো ভয়ে মরে, কামড়ে ধরে ডাল<br. গহিন বনে যায় পালিয়ে বন-শূকরের পাল।