শান্তি-শুভে-কীর্তি-কর্মে জগতে ভাস্বর মার্কস-লেলিন আর গান্ধী-মুজিব শিল্পী-সুন্দর জাগ্রত-অমর। ঝর্না থেকে নদী বয়ে চলে যদি- বাংলাদেশের প্রাণ শেখ মুজিবুর রহমান মুগ্ধ বহমান জাগবেই নিরবধি। চন্দ্র-সূর্য-গ্রহ-তারা যেখানেই যাই পৃথিবীর ইতিহাসে বাঙালির ঠাঁই বঙ্গবন্ধু শেখ মুজিবেই পাই…! শাপলা-দোয়েল লাল-সবুজের গান বাঙালিকে বিশ্ব করে শ্রদ্ধা ও সম্মান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রাণ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা-শান্তি-দ্রোহে-সংগ্রামে পৃথিবীর গৌরব মুজিবের নামে।