গ্রন্থভুক্ত লেখাগুলোর বিষয়বস্তু একরৈখিক নয়। একাধিক বিষয় নিয়ে স্মৃতিচারণ ও প্রবন্ধ মিলিয়ে ভিন্নস্বাদের দশটি লেখার এই সংকলনে রুশ লেখক দস্তইয়েফ্স্কি সম্পর্কে সুগভীর দুটি আলোচনা, ছোটগল্প লেখার কৌশল নিয়ে আর্নেস্ট হেমিংওয়ের ভিন্নস্বাদের লেখাটি কিংবা রিজিয়া রহমানের উপন্যাসে ব্যবহৃত ভাষা বিশ্লেষণের মাধ্যমে বাঙালি জাতির পরিচয় তুলে ধরার প্রচেষ্টাÑসবগুলোর মধ্যে রয়েছে নির্ভেজাল সাহিত্যের উপাদান। করোনাকালের পটভূমিতে সমসাময়িক দুটো লেখায় পাওয়া যাবে বিশ্বব্যাপী মহামারীর ইতিহাস এবং সে সম্পর্কিত নানান তত্ত¡, তথ্য ও ধারণা। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারকারী পাকিস্তানি সেনা অফিসারের প্রত্যক্ষ বয়ান কিংবা চিলির নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী কথাসাহিত্যিক মারিও ভার্গাস য়োসার প্রচারাভিযান ও নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে দিনপঞ্জীর ধরনে লেখা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুজিব বাহিনী গঠনের নেপথ্যকথাÑএসব লেখায় পাওয়া যাবে ইতিহাস ও রাজনীতির বিশুদ্ধ নির্যাস। আবার রবীন্দ্রনাথ ও জাপান বিষয়ক লেখাটিতে পাওয়া যাবে সাহিত্য এবং জাপানে রবীন্দ্রনাথকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার একটি বিস্তারিত খতিয়ান। এসব নানান ধরনের বিষয়বস্তুর কারণে লেখাগুলোর মধ্যে পাঠক পেতে পারেন একঘেঁয়েমি বিবর্জিত পাঁচমিশেলি স্বাদের সমাহার।