১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে এ দেশের স্বাধীনতা এবং গণতন্ত্রকে শেষ করে দেওয়া হয়। ১৯৮১ সালে রাজনীতিবিদ হিসেবে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন আবার এ দেশে স্বাধীনতার মূল্যবোধ এবং গণতন্ত্র ফিরিয়ে আনার সুযোগ করে দেয়। বিশ্বের ইতিহাসে এমন ঘটনা বিরল। পিতা দেশ স্বাধীন করলেন, তাঁকে হত্যা করা হলো স্বাধীনতা ধ্বংস করার জন্য; কন্যা প্রত্যাবর্তন করলেন দেশের স্বাধীনতা এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ১৯৮১ সালে দেশে ফেরা থেকে শুরু করে ২০২১ সালে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশের অগ্রযাত্রাকে লিপিবদ্ধ করা হয়েছে এই গ্রন্থে। অনেক ত্যাগ, তিতিক্ষা এবং রক্তস্রোতের পথ পেরিয়ে দেশের এই নবযাত্রা। শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং সংগ্রামের ইতিহাস খুঁজে বের করার দুরূহ কাজটি করেছি আগামী প্রজন্মের জন্য।