দাউদ হায়দাররের প্রেমের কবিতায় তারম্নণ্যের উদ্ধত, সীমাহীন উচ্ছ্বাস হয়তো কম, কিন্তু কবিতার মধ্যে ধরা পড়েছে তাঁর দীর্ঘ পরবাসের ছায়া এবং সেই পরবাসের তিক্ত মধুর অভিজ্ঞতা। কবির জনপ্রিয়তার মাঝেও একাকিত্বের ছোঁয়া। এর সঙ্গে আছে একদিকে দেশাত্মবোধ অন্যদিকে আত্মস্থ বিশ্বদৃষ্টির বিশ্বজনীনতা। আমরা যারা তাঁর কবিতার সঙ্গে পরিচিত, আমাদের কাছেও এই দাউদ এক নতুন দাউদ।” -আশিস নন্দী “কী তীব্রতা, আবার মাঝে মাঝে কী সংবৃতি। বুঝি নির্বাসনের এই পাঁচদশক তাঁর বাস প্রেমেই। আর প্রেম যেমন নারীকে তেমনি বাংলাদেশ ও বাংলা ভাষাকেও। দাউদ হায়দার প্রেমের কবি।”