প্রথম ফ্ল্যাপের লেখা:
বাংলাভাষার অসংখ্য সেরা কিশোর কবিতার নির্মাতা এই কবির প্রকৃতি-পর্বের নতুনকিছু কবিতা নিয়ে এই গ্রন্থটি প্রকাশ পেলো। ফারুক নওয়াজ মূলত প্রকৃতিনিরীক্ষক কবি। শিশু-কিশোররা তো বটেই, পাশপাশি বড়োরাও তাঁর প্রকৃতিনির্ভর কবিতার মুগ্ধ পাঠক। হারিয়ে যাওয়া হয় না আমার’ গ্রন্থে মোট ২৫টি কবিতা স্থান পেয়েছে। ভাষা, শব্দচয়নে নিজস্বতা এবং ভাবনার নতুনত্বে তাঁর কবিতাকে সহজেই চেনা যায়। স্বকীয় ধারার নির্মাতা এই কবির কবিতা কখনো অপূর্ব রূপকথার মতো, কখনো বা দৈবপ্রাপ্ত অদ্ভুত মন্ত্রের মতো মনে হয়। যা পাঠ করতে করতে কী এক ঘোরলাগা বিভোরতায় পাঠক আচ্ছন্ন হয়ে পড়েন নিঃসন্দেহে তাঁর এ বইটিও কবিতাপ্রিয় শিশু-কিশোর এবং বড়োদের কাছেও সমান আদৃত হবে।