সব্যসাচী সেনগুপ্তের প্রথম কাব্যগ্রন্থ ‘স্বরচিত স্পর্শের আতর’। কিন্তু কবিতায় তাকে নবীন বা তরুণতম বলার কোনো সুযোগ নেই।
‘ছলনার আকারে সাজানো সবুজ স্বপ্নের মতো কিংশুক কথাগুলো অনেক হয়েছে, বাসি হয়ে গেছে সেইসব লাল নীল জরিদার স্মৃতির ফলায় কিংখাবে মোড়ানো নরম কথা তোমার খেয়ালিপনা মন নিয়ে গেছে কতো দূর–জানিনি তা!’
এই জানা ও না জানার ভেতর দিয়ে জার্নি করানোর প্রচেষ্টা কবির সহজাত।
আজীবন অন্তর্মুখী মানুষটির তার কবিতায় চিত্ররূপময়তা, পরাবাস্তববাদ, রূপক-উপমা এবং নতুন নতুন শব্দের বিচিত্র ব্যবহার বাংলা কবিতায় একটি বৈচিত্র্যতা ও স্বতন্ত্রতা এনেছে। স্বরচিত স্পর্শের আতর কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতা কবির নিজস্ব একটি স্বকীয় বৈশিষ্ট্যতা বা স্টাইল লক্ষ করা গেছে। বাংলাদেশের কবিতা অঙ্গনের একেবারে নতুন ধারার এই কবিকে আমরা স্বাগত জানাই।