আমাদের মিমিকে তো চেন! আমার বড়ো বোনের মেয়ে। ক্লাশ উঠল। থেকে ও এবার অবশ্য ওয়ান থেকে টু, টু থেকে থ্রিতে সবাই ওঠে। ওঠে বলেই মিমি কিন্তু আর সবার মতো নয়। সে একটু অন্য রকম।
অন্য রকম মেজাজে। অন্য রকম মর্জিতে। অন্য রকম প্রশ্ন আর কথার ধরনে। অন্য রকম কৌতূহলের রঙে আর চেহারায়। পথ চলতে, উঠতে-বসতে মিমি সঙ্গে থাকলেই বুঝতে হবে, ও চারপাশে যা