প্রথম ফ্ল্যাপের লেখা:
হাত পা দাপাদাপি ও কান্নাজড়িত কণ্ঠ নিয়ে শিশু প্রকৃতির পদ্ধতিগত নিয়মে মাতৃক্রোড়ে আসে। আর মা বলতে থাকে- আহা কি আনন্দ। আহা কি আনন্দ। এরপর শিশু সন্তানের বেড়ে ওঠার সাথে সাথে প্রকৃতির নিয়মেই সন্তানের চেহারা, মন মানসিকতা ও কর্মের পরিধি পরিবর্তন সাধিত হতে থাকে।
এরপর যখন পৌঢ় বয়সে পা রাখে, বয়স তার তখন চল্লিশোর্ধ্ব। মানে বিবাহোত্তর যৌবনের উন্মাদোনা পেরিয়ে এসেছে। ইসলাম ধর্ম পাঁচ স্তম্ভের উপর দাঁড়িয়ে। এটা আমরা ধর্মপ্রাণ সকল মুসলমানই জানি। সেই জ্ঞানবৃদ্ধি হওয়ার পর থেকে, হজ্জ তার মধ্যে অন্যতম।
আর ঐ পৌঢ় বয়সেই হজ্জ করার চিন্তা ভাবনা অন্তরে মাথা চাড়া দেয়। দিলেই হয় না। অর্থকড়ির সংকট বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায়। যাদের পবিত্র মক্কা মোকারমা ও মদিনা মনওয়ারায় যাওয়ার আর্থিক সংস্থান যখনই তৈরি হয়, তখনই কাল বিলম্ব না করে হজ্জ পালন করার প্রস্তুতি নিতে হয়।
সেই উপলব্ধি থেকে আমার এই পুস্তক ‘খাঁটি ঈমানদার হয়ে ঘরে ফেরা’ লেখা, তা কয়েক বছর হলো, ছাপার অপেক্ষায়। বিশেষ কারণে ছাপা হয়নি। এর মধ্যে পাবেন হজ্জের পদ্ধতিগত দৈনন্দিন কার্যক্রম ছাড়াও কোরআন সুন্নাহর সম্বন্ধে কথা- ছাড়াও গুণিজনের জরুরি বক্তব্যের অংশবিশেষ।
-লেখক