১৯৬৭ পরবর্তী সময় মিশরীয়দের জন্য ছিল গভীর হতাশার, বিবেচনা করার, পাল্টা অভিযোগ তোলার, ক্রুদ্ধ হয়ে পিছনে ফিরে দেখার। কারনাক ক্যাফে উপন্যাসে লেখক সেই ঘটনার যে প্রভাব পড়েছিল সর্বত্র, তারই চমৎকার, প্রাণবন্ত বর্ণনা তুলে ধরেছেন।
এই উপন্যাসের অত্যন্ত সুনির্দিষ্ট দিক হলো এর সমাপ্তি। এই কারনাক ক্যাফে যেভাবে নির্দিষ্ট সময়কাল, ডিসেম্বর, ১৯৭১ উল্লেখ করে শেষ করা হয়েছে, নাগিব মাহফুজের অন্যান্য উপন্যাসে এমনটা বিরল। উপন্যাসটি নাগিব মাহফুজের সবচেয়ে ক্রোধ বিজড়িত এবং সুস্পষ্টভাবে বর্ণিত ফিকশন বা কল্প কাহিনি।