আমেরিকায় বাঙালি জনসমাজের সাংস্কৃতিকতার মানসভুবন সন্ধান এই বইয়ের প্রধান উপজীব্য। বাংলাদেশের সাংস্কৃতিক বাস্তবতা থেকে সম্পূর্ণ আলাদা প্রাকৃতিকতায় ও রাষ্ট্রিক পরিপ্রেক্ষিতে আমেরিকায় বাঙালিদের জীবন যাপন, যাদের লেখক বলছেন ‘দূর স্বদেশ’ । এই দূর স্বদেশের সাথে নিবিড়ভাবে বসবাসের অভিজ্ঞতার সূত্রে লেখকের পর্যবেক্ষণে ধরা পড়েছে তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য। তাঁরা যে সাংস্কৃতিক বৈচিত্র্যে সেখানে সক্রিয় তা কী পরিসর পেয়েছে কিংবা কতটা পরিসর পাওয়ার সম্ভাবনা আছে তারও অনুসন্ধান রয়েছে এই বইয়ে।