প্রথম দেখাতেই রহমানকে পছন্দ অবন্তীর। বিষয়টা অবন্তীর পরিবারের সকলের উপস্থিতিতে গতকাল পাকা হয়েছে। সাতদিন পরেই কাজীর ডাক পড়ল। উভয়পক্ষের আলোচনা ও পছন্দে দিন তারিখ ধার্য করে বেশ আলোক সজ্জায় সজ্জিত সেনা কুঞ্জে বিয়ের সানাই বাজে। বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন চলছে। বাংলাদেশেও চলছে লকডাউন। রাজধানী ঢাকায় জরুরী প্রয়োজন ছাড়া যানবাহন চলছে না। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সরকার, আহবান করছে। সরকার প্রধান বলেছেন সামাজিক সংস্পর্শে করোনা ভাইরাস যাতে না ছড়ায় তা নিশ্চিত করতে সর্বসাধারনকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে। ঢাকার টেনারবাগ, পল্লবী, মোহাম্মদপুর, রাজবাজার, বাসা বো, মানিক নগরসহ অনেক এলাকাতেই লকডাউন কার্যকর করছে সরকার। আশা করা যাচ্ছে ২০২১ সালের শুরুর দিক থেকেই করোনা প্রতিষেধক টিকা তৈরি করা ও কার্যকর ভাবে মানব দেহে প্রয়োগ করা সম্ভব হবে। বাংলাদেশ করোনার প্রতিরষধক টিকা পাওয়ার জন্য আগে থেকেই বুকিং করে চলেছে। চীন, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ডসহ বেশ কিছু দেশ করোনা প্রতিষেধক টিকা তৈরিতে প্রাথমিক সাফল্য অর্জন করেছে। আগামী জানুয়ারী ২০-২১ থেকে অক্সফোর্ড টিকা বাংলাদেশে ….. চলবে বলে জানা যায়। হুমায়ন কবির খোকন সময়ের আলো পত্রিকায় চিপ রিপোর্টার এবং নগর সম্পাদক হিসেবে অনেক কাজ করতে হয়। উপসম্পাদকীয় লেখা ছাড়াও পত্রিকার সম্পাদনা করার দায়িত্ব পালনের পাশাপাশি করোনা বিষয়ক আপডেট নিয়ে প্রতিদিনই লিখছেন। এই করোনার সাথে লড়াই করতে করতে না ফেরার দেশে চলে গেছেন আমাদের পিয়জন সাংবাদিক হুমায়ুন কবির খোকন।