“ভয়ংকর পাহাড়ে অভিযান” বইয়ের পেছনের কভারে লেখা:ভয়ংকর পাহাড়ে বেড়াতে গেছে কয়েকজন কিশাের। ওরা আগে থেকেই জানত-পাহাড়টি অনেক ভয়ংকর। আরাে জানত, ওই পাহাড়ে বেড়াতে গিয়ে ঘটতে পারে নানা অঘটন । তারপরও এক দিন অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে ওরা। পৌছে যায় ভয়ংকর পাহাড়ে। তারপর? তারপর ঘটতে থাকে নানা ঘটনা। ভয়ংকর পাহাড় থেকে কিশাের বন্ধুরা কী বের হয়ে আসতে পারে? জানতে হলে পড়তে হবে বইটি।