এসএসসি পরীক্ষা শেষ। ধ্রুব, আহনাফ আর রিয়ান তিন বন্ধু। ওরা বেড়াতে এসেছে সেন্টমার্টিন দ্বীপে। উথালপাতাল সমুদ্র দেখবে বলে চাঁদের হিসেব করে এসেছে। পূর্ণিমায় সমুদ্র উন্মত্ত হয়ে যায়। সেই ক্ষিপ্ত সমুদ্র দেখার আনন্দ অন্যরকম। জেলে আর মহাজনকে রাজি করিয়ে তিন বন্ধু উঠে পড়ে মাছধরা নৌকায়। মাছ ধরতে নৌকা চলে যায় গভীর সমুদ্রে। চারদিকে অথৈ পানি। আচমকা ঘন কালো মেঘ জমে আকাশে। সন্ধ্যা নাগাদ প্রচ- ঝড় শুরু হয়। নৌকা নোঙর ফেলে। সমুদ্রে তা-ব শুরু হয়ে যায়। ল-ভ- হয়ে যায় সবকিছু। নোঙর ছিঁড়ে ভেসে যায় নৌকা। ঢেউ উঠে আসে নৌকার ওপর। নৌকা এলোমেলোভাবে দুলতে থাকে। একবার এদিকে কাত হয়ে যায় আরেকবার ওদিকে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে কড়কড় শব্দ করে বাজ পড়ছে। আকাশ এফোঁড়-ওফোঁড় করে বিদ্যুৎ চমকাচ্ছে। জীবন বাঁচাতে নৌকা থেকে জেলেরা ধুপধাপ করে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছে। চমকানো বিদ্যুতের আলোয় দেখা যায় দুই মাঝি প্রবল ঢেউয়ের মাথায় লাফিয়ে পড়ল। তারপর তারা পানির নিচে তলিয়ে গেছে। তাদের আর দেখা যায়নি। ধ্রুব, আহনাফ আর রিয়ান তিনজন নিজেদের শক্ত করে জড়িয়ে ধরে আছে। তারা দাঁড়িয়ে আছে নৌকার পাটাতনের ওপর। প্রবল বাতাস আর পানির ঝাপটা এসে তাদের গায়ে লাগছে। নৌকা দুলছে ভীষণভাবে। আছড়ে পড়ছে বিশাল ঢেউ। ওদের আর কিছু করার নেই। ওরা জানে না এই ভয়ংকর সমুদ্রে বাঁচবে কিনা। বানানো গল্প। তবু মনে হয় সবটা যেন সত্য। তীব্র সংকট, বুদ্ধি, সাহস আর উত্তেজনা এই চারে ঠাসা সমুদ্রে ভয়ংকর একটি অনন্য কিশোর উপন্যাস।