কুখ্যাত দুই সিরিয়াল কিলারের গল্প নিয়ে এই উপন্যাস। ডক্টর নক্স আর জিজু দ্বীপের নৃশংস খুনি জন ট্রফলি ভিনদেশি আর ভিন্ন পরিবেশে বেড়ে উঠলেও নিমর্মতার বিচারে দুজনকেই ‘অমানুষ’ বলা যায়। ওরা সভ্যতার শত্রু, স্রেফ নরখাদক বললে কম বলা হবে। সাউথ কোরিয়ার জিজু দ্বীপে ট্রফলির মুখোমুখি হয় জাপানি পুতুল শিজিকা, কোরিয়ান ছেলে সানি আর বঙ্গদেশি কিশোর বান্টি ও তাপস। রহস্যময় খুনের কিনারা করতে গিয়ে ওরা ভয়ংরভাবে ফেঁসে যায়। জিজু দ্বীপের জুংমুন বিচ থেকে একের পর এক উধাও হয় ভিনদেশি পর্যটকরা। পরে নাককাটা চোখ-খুবলানো লাশ পড়ে থাকে জিজুর বালুচরে। বুসান পুলিশ তদন্তে নেমে দিশেহারা। এসব কী, হচ্ছে কী! শেষমেশ কিনা বান্টি বাহিনীর অন্যতম শিজিকাও উধাও!