আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে

৳ 150.00

লেখক হুমায়ুন আজাদ
প্রকাশক আগামী প্রকাশনী
আইএসবিএন
(ISBN)
9789844018006
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৪৭
সংস্কার 3rd Print, 2012
দেশ বাংলাদেশ

“আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে” বইটি সম্পর্কে কিছু কথাঃ
আমি কি আমার সময়ে বেঁচে আছি, বা বেঁচে ছিলাম একাব্যের কবিতাগুলাে লেখার সময়? এখন ফেব্রুয়ারি ২০০৪ এর পর তাই মনে হয়; আমার তাে বেঁচে থাকার কথাই ছিলাে না। আমি বেঁছে ছিলাম অন্যদের সময়ের কবিতাগুলােকে মনে হয় আগের কাব্যটির প্রাজ্ঞতর বিস্তৃতি, এবং নিজে যে ক্রমশ অধিকতর খাপ-না-খাওয়া মানুষ হয়ে উঠেছিলাম, চারপাশের নষ্ট প্রতিবেশে নিশ্বাস বন্ধ হয়ে আসছিলে, তার সরাসরি প্রকাশ ঘটেছে এর অনেক কবিতায়। আমার সময় এখনাে আসে নি, কখনাে আসবে কি না জানি না। তবে আমি কবিতা লিখেছি, কবিতাই লিখেছি এ-কাব্যের কবিতাগুলােতে, এবং বুঝতে পারছিলাম একটি বড়াে বাঁক নেয়ার সময় এসেছে, যা ঘটে পরবর্তী কাব্য কাফনে মােড়া অশ্রুবিন্দুতে। এরপর বাহ্যিক তীব্রতা হ্রাস পায়, দেখা দেয় আন্তর তীব্রতা; পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পর আমি হয়ে উঠতে থাকি আন্তর, অন্তরঙ্গ, এবং অশব্দ।

প্রচলিত ধ্যানধারণার বাইরে গিয়ে ব্যক্তিগত অভীষ্ট এবং রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাস দ্বারা প্রভাবিত হওয়ার মাধ্যমে ধর্ম, মৌলবাদ, প্রতিষ্ঠান ও সংস্কারের বিরুদ্ধে কলম তুলে নিয়ে বিশেষভাবে আলোচিত-সমালোচিত হয়েছিলেন প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আজাদ। প্রথাবিরোধী এবং বহুমাত্রিক এই লেখক একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, সমালোচক, গবেষক, রাজনৈতিক ভাষ্যকার, ভাষাবিজ্ঞানী এবং অধ্যাপক। বাবা-মায়ের বড় সন্তান হুমায়ুন আজাদ ১৯৪৭ সালের ২৮ এপ্রিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও কৈশোর কাটে রাঢ়িখাল গ্রামে, যার কথা পরবর্তীতে তাঁর বিভিন্ন সাহিত্যকর্মে উঠে এসেছে। ম্যাট্রিকুলেশন ও উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। এখান থেকেই তিনি বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন। হুমায়ুন আজাদ এর বই সমূহ নারীবাদকে তুলে ধরেছে ও ধর্মীয় মৌলবাদের প্রবল বিরোধিতা করেছে, যার ফলে তিনি একশ্রেণীর মানুষের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন। হুমায়ুন আজাদ এর বই এর মধ্যে 'পাক সার জমিন সাদ বাদ', 'সব কিছু ভেঙে পড়ে', 'ছাপ্পান্নো হাজার বর্গমাইল' ইত্যাদি উপন্যাস ও 'অলৌকিক স্টিমার', 'জ্বলো চিতাবাঘ', 'কাফনে মোড়া অশ্রুবিন্দু' ইত্যাদি কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য। হুমায়ুন আজাদ এর বই সমগ্র এর মধ্যে 'নারী' প্রবন্ধটি বিশেষভাবে উল্লেখযোগ্য, যা একসময় নিষিদ্ধ হয়েছিল এই দেশে। প্রতিভাবান এই সাহিত্যিক ২০০৪ সালের ১১ আগস্ট মৃত্যুবরণ করেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে 'বাংলা একাডেমি পুরস্কার', 'একুশে পদক' সহ আরো অনেক পুরস্কারে ভূষিত হন হুমায়ুন আজাদ।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ