“আমাদের শহরে একদল দেবদূত” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
হুমায়ুন আজাদ কিশােরদের জন্যে লিখেছেন কিছু অসাধারণ বই : ‘ফুলের গন্ধে ঘুম আসে না, ‘বুকপকেটে জোনাকিপোকা’, ‘লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী’, ‘কতাে নদী সরােবর বা বাঙলা ভাষার জীবনী’, ‘অন্ধকারে গন্ধরাজ।
এক দশক আগে তিনি কিশােরদের জন্যে লিখেছিলেন আব্দুকে মনে পড়ে’ নামে একটি অভিনব উপন্যাস। এবার আবার উপন্যাস লিখলেন কিশােরদের জন্যে। এতে তিনি গভীর বেদনার সাথে গল্প বলেছেন একটি শহরের, যে শহরের সবকিছু নষ্ট হয়ে গেছে, সবাই নষ্ট হয়ে গেছে, যার কোনাে বর্তমান নেই, ভবিষ্যৎ নেই। সে-শহরকে একদিন উদ্ধার করে একদল দেবদূত, ওই শহরের পবিত্র শিশুরা। হুমায়ুন আজাদের ভাষা সব সময়ই অপূর্ব, এ-উপন্যাসেও তাই। ছবিতে কবিতায় ব্যঙ্গে বিদ্রুপে রূপকে প্রতীকে সাজানাে এউপন্যাস মুগ্ধ করবে কিশাের-কিশােরীদের, এবং বড়ােদের।