“দি প্লেগ” বইটির সম্পর্কে কিছু কথা:
প্লেগ নামক একটি ভয়ংকর রােগের মহামারী রূপ ধারণ এবং আক্রমণের ফলে একটি শহরের জনজীবনে-এর প্রভাব প্রতিক্রিয়া, এর বিরুদ্ধে কতিপয় মানুষের অবিশ্রান্ত সংগ্রাম এবং তাদের মহান হয়ে ওঠার সুকৌশল বর্ণনার জন্যই ‘দি প্লেগ’ নামক উপন্যাসের বিশ্বব্যাপী এত সুখ্যাতি? বলাবাহুল্য, কেবল ওই বিষয়গুলাে বিবেচনায় এনে এটিকে বিশ্বসাহিত্যের একটি সেরা উপন্যাস হিসেবে স্বীকার করে নিলে কেউ ভুল করবেন না, কিন্তু এ উপন্যাসে আছে এর চেয়ে বেশি কিছু। প্লেগ এই উপন্যাসে কেবল একটি রােগই নয়, এটি একটি প্রতীক এবং একে প্রতীক হিসেবে বিবেচনা করলে পুরাে উপন্যাসের অর্থই পাল্টে যায় এবং উপন্যাসটি পৌছে যায় দার্শনিক উচ্চতায়। প্লেগকে প্রতীক হিসেবে বিবেচনা করার ইঙ্গিত স্বয়ং ঔপন্যাসিকই দিয়ে রেখেছেন এবং কিসের প্রতীক সেটা বােঝা যাবে কতিপয় সংলাপ বিবেচনা করলে। তবে এই উপন্যাসের অন্যরকম পাঠও সম্ভব, অনেক সমালােচক সেটি করেও দেখিয়েছেন। সময়কালটি যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং ফরাসি দেশে যেহেতু জার্মান-আগ্রাসনের ঘটনা ঘটেছিল, অনেক সমালােচক তাই মনে করেন, প্লেগ এখানে নাৎসি বাহিনীর প্রতীক হিসেবে উপস্থিত হয়েছে।