“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান” বইটির প্রথম অংশ থেকে নেয়াঃ
সব মানুষ সব মানুষের কাছে প্রিয় হতে পারে না। কিন্তু একটি মানুষ ছিলেন ধনী-গরিব, ছােট-বড়াে সবার কাছে প্রিয়। সবাই মনপ্রাণ দিয়ে ভালােবাসতাে তাঁকে। বলতাে, তিনি ছিলেন আমাদেরই লােক। এ দেশের, এ জাতির এক অকৃত্রিম কল্যাণকামী ছিলেন তিনি। | যে মানুষটিকে সবাই অমন অকৃত্রিমভাবে ভালােবাসতাে, দেশ ও জাতির কল্যাণকামী মনে করতাে, ভাবতাে একান্তই নিজেদের লােক—তাঁর নাম জিয়াউর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানায়ক মেজর জিয়াউর রহমান। স্বাধীনতার অন্যতম ঘােষক জিয়াউর রহমান। জনপ্রিয় প্রেসিডেন্ট মেজর জেনারেল শহীদ জিয়াউর রহমান। জিয়া আমাদের ছেড়ে গেছেন আজ থেকে দু দশক আগে। অথচ এখনাে এ দেশের প্রতিটি মানুষ প্রতিটি ভালাে কাজে অনুভব করে তার উপস্থিতি কামনা করে তাঁর স্নেহঘেরা আশীর্বাদ। প্রার্থনা করে তার বিদেহী আত্মার শান্তি। যে মানুষ এমন করে দেশেবাসীর ভালােবাসা অর্জন করতে পারেন, সত্যি সত্যিই তিনি ভাগ্যবান। জিয়াউর রহমান ছিলেন সেই ভাগ্যবান ব্যক্তি।