চলচ্চিত্র শিক্ষা

৳ 200.00

লেখক হাসান রাউফুন
প্রকাশক জ্যোতি প্রকাশ
ভাষা বাংলা
দেশ বাংলাদেশ

“চলচ্চিত্র শিক্ষা” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
চলচ্চিত্র দেখা ও শােনার বস্তু হলেও শুধু চলচ্চিত্র দেখে একটি চলচ্চিত্রের সবটাই বুঝে ওঠা খুব একটা সহজ নয়। সাদামাটা নিছক বিনােদনের জন্য নির্মিত সরল গল্পবলার চলচ্চিত্র হয় তাে একজন সাধারণ দর্শক একবার দেখেই তার প্রয়ােজনীয় রসদ সংগ্রহ করে নিতে পারেন অথবা বিনােদিত হয়ে সন্তুষ্ট থাকতে পারেন। কিন্তু শিল্পগুণান্বিত একটি চলচ্চিত্র তার বহুমাত্রিকতার কারণেই দর্শকের গভীর অভিনিবেশ দাবি করে। শুধু দৃশ্য ও শব্দের সংযােগের মাধ্যমে উপস্থাপিত চলমান দৃশ্যাবলি যে চলচ্চিত্র নয়, আজ এ কথাটি আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
দৃশ্য ও শব্দের সমাহারে নির্মিত একটি চলচ্চিত্রের বিষয়বস্তুর গুরুত্ব, বিষয়ের উপস্থাপনার শৈলী, দৃশ্য ও শব্দের নান্দনিকতা, কারিগরী প্রয়ােগের দক্ষতা, এর সৃজনশীল ব্যবহার, চলচ্চিত্রের সার্বিক শিল্পমান এবং চলচ্চিত্রটির সামাজিক ভূমিকা এইসব জরুরি বিষয়ের ফয়সালা না করে আমরা যে কোনাে চলমান চলচ্চিত্রের সমাহারকে চলচ্চিত্র বলে স্বীকৃতি দিতে পারি না। একটি চলচ্চিত্রের মান নির্ণয় এবং রস আস্বাদনের জন্য চলচ্চিত্রটির বিশেষণাত্বক পাঠ খুব জরুরি। শুধু চলচ্চিত্র দেখে এই জরুরি কাজটি করে ওঠা খুব একটা সহজ কাজ নয়। এর জন্য দরকার, চলচ্চিত্র পাঠের পাশাপাশি চলচ্চিত্র সাহিত্যের সাথে পরিচিত হওয়া।
চলচ্চিত্রের নানা দিক নিয়ে আলােচনা, বিচার বিশ্লেষণ যে জরুরি একথা বােঝা গিয়েছিল এই মাধ্যমটি উদ্ভবের গােড়ার দিকেই। চলচ্চিত্রের ইতিহাস ঘাটলে দেখা আয় ১৯১৬ বা ১৭ সালেই চলচ্চিত্র নিয়ে তাত্ত্বিক আলােচনা শুরু হয়ে গেছে। একশতক বা একযুগ পরেও এই আলােচনায় ছেদ পড়েনি। হাল আমলে এসে চলচ্চিত্র পাঠের নতুন নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। গড়ে উঠছে নব নব পদ্ধতি। শুধু চলচ্চিত্র দেখেই আজ আর প্রকৃত চলচ্চিত্র অনুধাবন করা সম্ভব নয়। এর জন্য প্রয়ােজন চলচ্চিত্র দেখার অভিজ্ঞতার সাথে চলচ্চিত্র সাহিত্য পাঠের এক কার্যকর যােগাযােগ। একমাত্র এই পদ্ধতির অনুসরণই আমাদের চলচ্চিত্রে কাঙিক্ষত পরিবর্তন ঘটাতে আজ একান্ত প্রয়ােজন চলচ্চিত্রে সাক্ষর এক বিশাল জনগােষ্ঠী।
মানসম্মত চলচ্চিত্র সাহিত্য এই জরুরি কাজ সম্পন্ন করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আনন্দের বিষয় হলাে স্বল্প হলেও আজ আমাদের প্রকাশনা জগতে চলচ্চিত্র নিয়ে মননশীল বইয়ের দেখা মিলছে। হাসান রাউফুন এর ‘চলচ্চিত্র শিক্ষা বইটিও এই কর্মকাণ্ডেরই সম্প্রসারণ। চলচ্চিত্র সম্পর্কে সাধারণভাবে উৎসাহী একজন দর্শক, পাঠক ও শিক্ষার্থীর কথা মাথায় রেখেই বইটি রচিত হলেও চলচ্চিত্র নির্মাণে আগ্রহী চলচ্চিত্র কর্মীরও প্রয়ােজন মেটাতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।
বইটির পরিকল্পনা কিছুটা অভিনব । লেখক একদিকে যেমন চলচ্চিত্র মাধ্যমটির পরিচয় এবং এর ঐতিহাসিক বিবর্তনের দিকগুলাের আলােচনা করেছেন তেমনি চলচ্চিত্রের নানা উপাদান এবং এর প্রয়ােগ সম্পর্কে আলােচনা রেখেছেন উদাহরণসহ। চলচ্চিত্র ভাষায় উপাদানের ব্যাখ্যা ও কার্যকরণ পদ্ধতি আলােচনার সাথে সাথে পাঠক জেনে যাবেন চলচ্চিত্র মাধ্যমের কয়েকজন মহৎ শিল্পীর ভাষ্য। সব মিলিয়ে পাঠের বস্তু খুব একটা কম নেই বইটিতে।। ‘চলচ্চিত্র শিক্ষা মূলত চলচ্চিত্র নির্মাতা হতে আগ্রহী পাঠক ও চলচ্চিত্র শিক্ষার্থীদের জন্য রচিত হলেও সাধারণ দর্শককেও চলচ্চিত্র সাক্ষর হয়ে উঠতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস।

জন্ম : ২২ সেপ্টেম্বর ১৯৭০, কুষ্টিয়ার সেনগাঁ’য়। দাদা মুক্তিযোদ্ধা কফিলউদদিন বিশ্বাস ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান এবং সেনগাঁ’র শিক্ষা ও গ্রামউন্নয়নের পথিকৃৎ। বাবা মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরি।স্টামফোর্ড ইউনিভারসিটি থেকে ফিল্ম এন্ড মিডিয়া বিষয়ে মাস্টার্স। জেনারেল ইংলিশ ও আইএলটিএস সম্পন্ন করেন জেনিথ ইন্টারন্যাশনাল, বাংলাদেশ থেকে।

দুই কন্যা সামিহা আফনান মাটি ও সামারা জাফরিন নাবা এবং গিন্নি ফারজানা ইয়াসমিনকে নিয়ে সিদ্ধেশ্বরী লেনে তাঁর বসবাস।

প্রকাশিত গ্রন্থ :
চেনা পৃথিবী অচেনা মানুষ (সিদ্দিকীয়া পাবলিকেশন্স, ২০০৮), ঘুমজাগানো পাখি (সিদ্দিকীয়া পাবলিকেশন্স, ২০০৯), একবিংশের বানান (জ্যোতিপ্রকাশ, ২০১০), চলচ্চিত্র শিক্ষা (জ্যোতিপ্রকাশ, ২০১০), কিশোর ছড়াকবিতার রূপ-অরূপ (উৎস প্রকাশন, ২০১০), ভিজবে ছোটন ছড়ায় (প্রতিভা প্রকাশ, ২০১২), ছন্দ শেখার কলাকৌশল (বাংলাপ্রকাশ, ২০১২), টিভিনাটক নির্মাণের কলাকৌশল (প্রজ¦লন, ২০১২), কৃষ্ণচূড়া ভালোবাসা (অনুবাদ কাব্য, প-­াটফর্ম, ২০১২), ভূতপাখি (বশিরুজ্জামান বশির ফাউন্ডেশন, ২০১৩), ঢ ওয়াল (বশিরুজ্জামান বশির ফাউন্ডেশন, ২০১৩), শ্রেষ্ঠ মনোদৈহিক গল্প (চমনপ্রকাশ, ২০১৩), ছড়াকবিতার অলংকার (সাহিত্যদেশ, ২০১৩), আবৃত্তি শেখার কলাকৌশল (স্বরবৃত্ত, ২০১৩), সমাপনী বাংলা ব্যাকরণ ও নির্মিতি (শিশুস্বর্গ, ২০১৩-১৫), ছড়ায় ছবিতে বাংলাদেশ (জাতীয় বিষয়ের পরিচিতিসহ বাংলা ও ইংরেজি, চমনপ্রকাশ, ২০১৪), ভাষাজ্যোতি (উচ্চমাধ্যমিক পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত, শিশুস্বর্গ, ২০১৪-১৫) ছড়াকবিতার ব্যাকরণ (অনন্যা, ২০১৫), চিত্রনাট্য রচনার কলাকৌশল (প্রতিভা প্রকাশ, ২০১৫) মাইএকাডেমি ওয়েববুক (২০১৪-১৫) : সমাপনী বাংলা, মাধ্যমিক বাংলা সাহিত্য (নবম-দশম), মাধ্যমিক বাংলা ব্যাকরণ (নবম-দশম), উচ্চমাধ্যমিক বাংলা সাহিত্য (একাদশ-দ্বাদশ), উচ্চমাধ্যমিক বাংলা ব্যাকরণ (একাদশ-দ্বাদশ), সৃজনশীল পাঠনির্দেশন : সাহিত্য (তুলনামূলকপাঠ)

চিত্রনির্মাণ :
মাতম (ডকুচিত্র, ২০০৫), ডন (ধারাবাহিক নাটক, ২০০৫), উৎস (টেলিছবি, ২০০৬), নীলাম্বরী (টেলিছবি, ২০০৮) চিত্রনাট্য : আমরা তিনজন, মুসাফির, না ফোটা ফুল, মা, পা, ক্ষুধা সম্পাদনা : ছড়ার আসর (২০০৫), ছাড়পত্র (২০১২) স্মারকগ্রন্থ, কবি আবুল হাসান শামসুদ্দিন (২০১৪)


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ