“টুনটুনির বই” বইটির ফ্লাপের কিছু কথা:
১৩১৭ সালে প্রথম প্রকাশিত টুনটুনির বই -এর ভূমিকায় উপেন্দ্রকিশাের লিখেছিলেন, সন্ধ্যার সময় শিশুরা যখন আহার না করিয়াই ঘুমাইয়া পড়িতে চায়, তখন পূর্ববঙ্গের কোন কোন অঞ্চলের স্নেহরূপিণী মহিলাগণ এই গল্পগুলি বলিয়া তাহাদের জাগাইয়া রাখেন। সেই গল্পের স্বাদ শিশুরা বড় হইয়াও ভুলিতে পারে না। আশা করি সুকু মার পাঠকপাঠিকাদেরও এই গল্পগুলি ভাল লাগিবে ।। টুনটুনির বই যে সুকুমার পাঠকপাঠিকাদের সত্যি ভাল লেগেছে তার প্রমাণ উপেন্দ্রকিশােরের রচনার বহুল প্রচার ও জনপ্রিয়তা। আবহমান বাংলার স্নেহ, মায়াভরা জগৎটির পরিচয় এ বইয়ের প্রতিটি গল্পে। উপেন্দ্রকিশােরের ভাষায় তা হয়ে উঠেছে আরাে রসালাে ও প্রাণবন্ত। এ বইটির বাংলাদেশের সুকুমার পাঠকপাঠিকাদের হাতে তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দ অনুভব করছি।