’….ও হাফিজ ভাই আমার কুনু দ্যাশ নাই, ঘর নাই, বাড়ি নাই-রে শালার ভাই, আমার খালি গতর আছে। এই গতরই আমার দ্যাশ, এইডাই আমার সুনার বাংলা। জড়ায়া ধরো, অহন কিন্তু ছাড়বা না। সুনার বাংলা তো স্বাধীন। যেমনে পার খাইয়া লও। দেহনা, শালার পুত কেমুন খাইয়া ছাফা করতাছে। দাঁত দিয়া নোখ দিয়া ফালা ফালা করতাছে। আবার হালায় জিগায় দ্যাশ কই…?