”ছোটদের জ্ঞানের কথা” বইয়ের ভুমিকা :
অ্যালবার্ট আইনস্টাইন একবার মন্তব্য করেছিলেন: জ্ঞান-মরুভূমির মধ্যে প্রতিষ্ঠিত একটি মার্বেলের মূর্তি। প্রতি মুহূর্তে তার উপর ঝড়ে পড়ে রাশি রাশি বালি। বালি তাকে কবর দিতে চায়। বালির স্তর সরিয়ে দেবার জন্যে সব সময় হাত চালিয়ে যাও। তবেই প্রতি মূর্তিটি সূর্যের আলোয় ভাস্বর হয়ে থাকবে। আধুনিক শিক্ষার কথা ভেবেই আইনস্টাইনের এই মন্তব্য ।
ছাত্র-ছাত্রীদের জ্ঞানের মূল উৎস পাঠ্যপুস্তক তো নির্দিষ্ট পাঠ্যসূচী । এ ক্ষেত্রে মুশকিল এই, ছাত্র-ছাত্রীদের একটি ধরাবাঁধা ছকের মাধ্যমে জ্ঞান বিতরণই পাঠ্যপুস্তকের লক্ষ্য। কিন্তু ব্যক্তি হিসেবে ছাত্র-ছাত্রীদের মধ্যে পার্থক্য তো কিছুটা থাকে। তাদের অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে এমন অনেক কিছু জানতে চায় যা পাঠ্যপুস্তকে থাকে না। অথচ যা না জানলে জ্ঞানের স্ফুরণ প্রতিহত হয়। মানসিকতা ক্ষুদ্র গণ্ডী অতিক্রম করতে পারে না । আমাদের দেশের ছেলে-মেয়েরা পৃথিবীর যে কোন দেশের অনুসন্ধিৎসু ছাত্র-ছাত্রীদের সমকক্ষ হয়ে উঠুক-জ্ঞান ও বুদ্ধিতে, এটাই আমাদের কামনা ।
সিকদার আবুল বাশার