অপারেশন জিরো আওয়ার
এনায়েত রসুল
বিষয় : কিশোর অ্যাডভেঞ্চার
তন্ময় ও নাফিস প্রাণচাঞ্চল্যে ভরা দুই কিশোর। উত্তেজনায় ভরা ঘটনা ঘটাতে এ দুইজনের জুড়ি নেই। যেন মিলেমিশে অঘটন ঘটাতেই বন্ধুত্ব হয়েছে ওদের। ডক্টর নিপু বিশ^ বৈরেণ্য এক বিজ্ঞানী। বিজ্ঞানের নানা শাখায় দক্ষতা তার। প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছেন পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত। মনমানসিকতায় চিরকিশোর এ বিজ্ঞানীর সাথে পরিচয় হয় তন্ময় ও নাফিসেরÑ ডক্টর নিপু হয়ে যান ওদের নিপু কাকু। ব্যাপারটা কাকতালীয় হলেও সত্য, তন্ময় আর নাফিসের গা ছমছম করা সব ঘটনার সঙ্গে নিজের অজান্তেই জড়িয়ে পড়েন ডক্টর নিপু। কখনো ভয়ঙ্গর সব বিপদ থেকে তন্ময় আর নাফিসকে উদ্ধার করেন তিনিÑ কখনো শ^াসরুদ্ধকর ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ডক্টর নিপুকে উদ্ধার করে দুই বন্ধু। ডক্টর নিপুকে জড়িয়ে তেমনি এক লোমহর্ষক ঘটনার জাল ছিন্ন করতে দুঃসাহসিক এক অভিযানে নামে তন্ময় আর নাফিস। শুর হয় অপারেশন জিরো আওয়ার।
তারপর…