بسم الله الرحمن الرحيم تخمه و نصلی علی رسوله الكريم * হালাল ও হারাম সম্পর্কে হালাল খাবার ব্যতীত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করিয়াছেন, হে ঈমানদারগণ! তােমরা হালাল খাবার খাও। ঈমানদারদের মর্যাদার জন্য ইহাই যথেষ্ট যে, আল্লাহ তাআলা স্বীয় নির্দেশে নবীগণের সহিত ঈমানদারদিগকেও অন্তর্ভুক্ত রাখিয়াছেন। হালাল উপার্জনের অপরিহার্যতা হযরত ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন طلب العلم فريضة على كل شيم ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরয | উক্ত ফরয হৃদয়ঙ্গম করা যেমনিভাবে মস্তিষ্কের কাছে অন্যান্য ফরযের তুলনায় কঠিন তদ্রুপ ইহার প্রতি আমল করাও অঙ্গ-প্রত্যঙ্গের কাছে অতি কঠিন। এই জন্যই, ইহার ইলম ও আমল উভয়টিই দুনিয়াতে অস্তিত্বহীন হইয়া। পড়িয়াছে। বিশেষতঃ ইহার ইলম সূক্ষ্ম হওয়ার দরুন আমল আরাে অস্তিত্বহীন। কেননা জাহেলরা মনে করে দুনিয়াতে হালাল বিলুপ্ত এবং ইহার পথও রুদ্ধ। পৃথিবীতে নদীর পানি ও অমালিকানাধীন ভূমির উদ্ভিদ ব্যতীত হালাল বলিতে আর কোন বস্তু নাই। এই প্রকার জিনিস ছাড়া আর যত সম্পদ রহিয়াছে। সেইগুলি লেনদেন খারাপ হইয়া যাওয়ার দরুন অপবিত্র হইয়া গিয়াছে। যেহেতু নদীর পানি ও অমালিকানাধীন ভূমির উদ্ভিদের উপর যথেষ্ট বােধ করা যায় না,