“আল্লাহ ওয়ালা” বইটির প্রথম অংশ থেকে নেয়াঃ
আয়াতসমূহে আল্লাহপাকের বিশেষ ও প্রিয় বান্দাদের তেরটি গুণের কথা বর্ণিত হয়েছে। এগুলাের মধ্যে বিশ্বাস সংশােধন, দৈহিক ও আর্থিক যাবতীয় ব্যক্তিগত আমল ও কর্মে আল্লাহ ও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান ও ইচ্ছার অনুসরণ, অপর মানুষের সাথে সামাজিকতা ও সম্পর্ক স্থাপনের প্রকারভেদ, দিবারাত্রি ইবাদত পালনের সাথে সাথে আল্লাহভীতি, যাবতীয় গােনাহ্ থেকে বেঁচে থাকার প্রয়াস, নিজের সাথে সন্তান-সন্ততি ও স্ত্রীদের সংশােধন চিন্তা ইত্যাদি বিষয়বস্তু শামিল আছে।