‘অনাকাঙ্ক্ষিনী’ উপন্যাসে প্রতিকূল পবিবেশে বেড়ে ওঠা এক অদম্য তরুণীর জীবনকথা বর্ণিত হয়েছে। প্রেম-ভালোবাসার আকুলতায় উপন্যাসের চরিত্রগুলো হয়ে উঠেছে রোমান্টিক। একদিকে, উচ্চবিত্ত পরিবারে বেড়ে ওঠা উপন্যাসের নায়িকার জীবনকে সুখী করতে পারেনি। অন্যদিকে, ভালোবাসার দুর্বলতা নায়িকার নৈতিকতাকে অবনত করেনি। এই উপন্যাস এক তরুণীর অপ্রত্যাশিত জীবনের ইতিহাস, এক শিশু কন্যার অবহেলা আর অনাদরে যুবতী হয়ে ওঠার উপন্যাস।