বিজ্ঞানের সবচেয়ে বেশি সৌন্দর্য, সবচেয়ে বেশি রহস্য লুকিয়ে আছে পদার্থবিদ্যার অপার জগতে। মহাকাশ থেকে পরমাণুর ভেতরে ক্ষুদ্র জগৎ, পদার্থবিদ্যার প্রতিটা পরতে পরতে ছড়িয়ে আছে বিচিত্র সব জ্ঞান ভাণ্ডার। পদার্থবিজ্ঞান যেমন বিচিত্র পসরা সাজিয়ে বসে আছে মহাবিশ্বে, পদার্থবিজ্ঞানীরা তেমন বিচিত্র চরিত্র নিয়ে সেসব মণি মাণিক্য উদ্ধার করছেন। মহাকাশ, বলবিদ্যা, মহাকর্ষ, কণাজগৎ ও পদার্থবিজ্ঞানীদের বিচিত্র আর অবিশ্বাস্য সব গল্প ঠাই পেয়েছে এই বইয়ে।