“রাজাকারের মন” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
রাজাকার বলে সম্বােধন করি আমরা অনেককে, বুঝিও যে কে রাজাকার বা কে রাজাকার নয়। কিন্তু, রাজাকারের মন কেমন তা নিয়ে কখনও ভাবিনি। ইতিহাসবিদ মুনতাসীর মামুন রাজাকারদের রচনা দিয়েই বিশ্লেষণ করেছেন রাজাকারের মন, তাদের ভাবনা-চিন্তা, দর্শন। দেখিয়েছেন তারা কীভাবে কৌশলে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটায় আর কীভাবেই বা সাধারণের মনােজগতে আধিপত্য বিস্তারে সচেষ্ট থাকে। আরাে দেখিয়েছেন, একবার যে রাজাকার, সব সময়ই সে রাজাকার। রাজাকারের মনােজগত নিয়ে বাংলাভাষায় এর আগে এত চমৎকার বিশ্লেষণ আর কোনাে লেখক করেননি। মুক্তিযুদ্ধের ইতিহাসের নানা দিক নিয়ে গত চার দশকে নানা ধরণের বই প্রকাশিত হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের বিরােধীপক্ষ রাজাকার ও পাকিস্তান অনালােচিত থেকে গেছে। ড. মামুন ১৬ জন রাজাকারের আত্মজীবনী ও ইতিহাস’ মূলক রচনা বিশ্লেষণ করে গ্রন্থটি রচনা করেছেন। এই গ্রন্থ শুধু গবেষক নয়, বাঙালি মাত্রেরই পড়া উচিত। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় রাজাকারের মন যুক্ত করেছে নতুন মাত্রা। এই গ্রন্থের ধারাবাহিকতায় আমরা আরাে প্রকাশ করেছি এই লেখকের কোই হ্যায় (ঔপনিবেশিক শাসকদের মন], পাকিস্তানি জেনারেলদের মন, বাংলাদেশি জেনারেলদের মন ও ঔপিনেবিশিকোত্তর ঔপিনেবিশিক মন।