‘তােমাদের জন্য বিজ্ঞান’ বইটি লেখা হয়েছে তােমাদের জন্য যারা বিজ্ঞান বিষয়ে জানতে চাও, বুঝতে চাও, যন্ত্রপাতি নেড়েচেড়ে দেখতে চাও, বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে জানতে চাও। বিজ্ঞান বিষয়টা কী, কাকে নিয়ে, কাদের নিয়ে, কীভাবে, এবং অবশ্যই বিজ্ঞান কী নয়—এসবই এই বইয়ে সহজ ভাষায় লেখা হয়েছে। বিজ্ঞানের বই কীভাবে পড়বে, কীভাবে বুঝবে বইটি ভালাে কি না, বিজ্ঞান প্রজেক্ট কীভাবে করবে, বিজ্ঞানে গণিত কতটা দরকার, পরিমাপ কতটা প্রয়ােজনীয়, সায়েন্স আর এঞ্জিনিয়ারিংয়ের দরকারটাই বা কী সেটা বুঝতে হলে এই বই তােমাকে পড়তে হবে। ষষ্ঠ শ্রেণি বা তার ওপরের ক্লাসে পড়ছ এমন সবার জন্য এই বই।